9810

05/17/2024 গ্যাস সরবরাহ নিয়ে দুঃসংবাদ দিলেন পুতিন

গ্যাস সরবরাহ নিয়ে দুঃসংবাদ দিলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

২১ জুলাই ২০২২ ০৫:০২

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপে গ্যাস সরবরাহ নিয়ে দুঃসংবাদ দিয়েছেন। তিনি জানিয়েছেন, পশ্চিমা বিশ্বের নিজেদের দোষে ইউরোপীয় গ্রাহকদের কাছে গ্যাস সরবরাহ কমে গেছে এবং এই কম সরবরাহ অব্যাহত থাকবে বলে সতর্ক করেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তেহরানে রাশিয়ান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, যদি একটি টারবাইন দ্রুত প্রতিস্থাপন করা না হয় নর্ড স্ট্রিম-১ পাইপ লাইন দিয়ে জার্মানিতে সরবরাহকৃত গ্যাসের পরিমাণ প্রতিদিন ৬০ মিলিয়ন থেকে প্রায় ৩০ মিলিয়ন ঘনমিটারে নেমে আসবে, বা মোট সরবরাহ ক্ষমতার প্রায় এক-পঞ্চমাংশ।

এদিকে, নর্ড স্ট্রিম-১ পাইপ লাইন দিয়ে গ্যাস সরবরাহ করে রাশিয়ার গ্যাসপ্রম। রক্ষণাবেক্ষণের কাজ চালানোর জন্য ১১ জুলাই থেকে বন্ধ আছে এটি। বৃহস্পতিবার শেষ হবে রক্ষণাবেক্ষণের কাজ। এরপর পাইপ লাইনটি পুনরায় চালু করে দেওয়ার কথা রয়েছে।

চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে ‘বিশেষ সমারিক অভিযান শুরুর পর থেকেই আলোচনায় রয়েছে নর্ড স্ট্রিম-১ পাইপ লাইন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]