9772

04/20/2024 দেশের চ্যানেলে একসঙ্গে একাধিক বিদেশি সিরিয়াল সম্প্রচার করতে পারবে না: তথ্যমন্ত্রী

দেশের চ্যানেলে একসঙ্গে একাধিক বিদেশি সিরিয়াল সম্প্রচার করতে পারবে না: তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

৩ জুলাই ২০২২ ০৭:১৭

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন দেশের কোনো টেলিভিশন চ্যানেল একসঙ্গে একাধিক বিদেশি সিরিয়াল সম্প্রচার করতে পারবে না। মন্ত্রী জানান, দেশের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি-কৃষ্টি রক্ষার্থেই এ সিদ্ধান্ত।

শনিবার (০২ জুলাই) দুপুরে বাংলা একাডেমিতে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) তৃতীয় সম্প্রচার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান। ভার্চুয়ালি এ অনুষ্ঠানে অংশ নেন তথ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, গণমাধ্যম দেশের অন্যতম পথপ্রদর্শক, যা কোনোভাবেই মালিকপক্ষের স্বার্থরক্ষায় ব্যবহৃত হওয়া উচিত নয়। তিনি আরও বলেন, গণমাধ্যমকর্মী আইনের পরিবর্তন-পরিবর্ধনে সাংবাদিকদের সঙ্গে সরকার একমত এবং সাংবাদিকদের শীর্ষ সংগঠনের লিখিত প্রস্তাবনার অপেক্ষায় রয়েছে। সুতরাং এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। দেশের গণমাধ্যমকে সমৃদ্ধতর করতে বিজেসির ভূমিকা জোরদারে গুরুত্ব দেন মন্ত্রী।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]