9770

04/26/2024 পদ্মা সেতুতে দুর্ঘটনায় নিহত ১ আহত ১৫

পদ্মা সেতুতে দুর্ঘটনায় নিহত ১ আহত ১৫

ডেস্ক রিপোর্ট

৩ জুলাই ২০২২ ০৬:৩১

পদ্মা সেতুর টোল প্লাজার সামনে যাত্রীবাহী বাস-মাইক্রোবাস সংঘর্ষে আব্দুল হক মোল্লা (৬০) নামে একজন নিহত হয়েছেন। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ছাগাইয়া গ্ৰামের তোতা মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন।

শনিবার (০২ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভৈরবের আগানগর ইউনিয়নের ৮০ জন বাসিন্দা শনিবার সাতটি মাইক্রোবাস নিয়ে পদ্মা সেতু দেখতে আসেন। সকালে সেতু পার হয়ে তারা ভাঙ্গা যান। পরে ভাঙ্গা থেকে এলাকায় যাওয়ার পথে সেতুর জাজিরা অংশের সংযোগ সড়কে পৌঁছালে কুয়াকাটা থেকে আসা নিউ অন্তরা ক্ল্যাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব ১৪-৮৯৫৮) পেছন থেকে মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি উল্টে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান আব্দুল হক। আহত হন অন্তত ১৫ জন।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]