977

05/16/2024 'সি-মাস্ক' এসএমএস পাঠাবে অনুবাদও করবে!

'সি-মাস্ক' এসএমএস পাঠাবে অনুবাদও করবে!

রকমারি ডেস্ক

৭ জুলাই ২০২০ ১৮:১৮

করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই বলছে ডাব্লিউএইচও। তাই মাস্ক নিয়ে বিশ্বে চলছে নানামুখী গবেষণা। চলছে নতুন নতুন ডিজাইন আর কার্যকর মাস্ক তৈরির কাজও। সেই কাজে জাপানও পিছিয়ে নেই।

জানা যায়, জাপানি স্টার্টআপ প্রতিষ্ঠান ডোনাট রোবোটিকস বিস্ময়কর ধরনের এক স্মার্ট মাস্ক নিয়ে এসেছে।

যদিও টেকনোলজির দিক থেকে জাপান অনেক এগিয়ে। তাই তাদের জন্য নতুন প্রযুক্তি ব্যবহারের বিষয়টি কোনও ব্যাপারই নয়। জাপানের একটি নতুন প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টারনেটযুক্ত স্মার্ট মাস্ক তৈরি করেছে।

এই স্মার্ট মাস্ক ক্ষুদ্র বার্তা পাঠানোর পাশাপাশি জাপানি ভাষার যে কোনও বক্তব্য এবং অন্য আটটি ভাষায় অনুবাদ করে দিতে সক্ষম।

যদিও প্লাস্টিকের তৈরি সাদা এই ‘সি মাস্ক’ পরতে হবে অন্য কোনও মানসম্মত মাস্কের ওপর। ব্লু-টুথের মাধ্যমে তা যুক্ত থাকবে স্মার্টফোন কিংবা ট্যাবের সাথে। আর একটি অ্যাপ ওই মাস্ক ব্যবহারকারীর কথাকে ক্ষুদ্র বার্তায় পরিণত করবে, ফোন কল করবে কিংবা তার কথার স্বর উঁচু করে দেবে।

স্মার্ট মাস্ক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডোনাট রোবোটিকসের প্রধান কার্যনির্বাহী তাইসুকে অন জানান, “আমরা বেশ কয়েক বছর ধরে একটি রোবট তৈরির জন্য কঠোর পরিশ্রম করে এসেছি। করোনাভাইরাস পরিস্থিতিতে সেই প্রযুক্তিকে এখন পরিবর্তিত সমাজের উপযুক্ত একটি পণ্যে ব্যবহার করেছি।”

আগামী সেপ্টেম্বর নাগাদ জাপানের বাজারে প্রথম পাঁচ হাজার সি-মাস্ক ছাড়বে ডোনাট রোবোটিকস প্রতিষ্ঠানটি। এর দাম পড়বে ৪০ মার্কিন ডলার।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]