9766

04/18/2024 ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সর্বোচ্চ টোল ১৬৯০ টাকা

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সর্বোচ্চ টোল ১৬৯০ টাকা

ডেস্ক রিপোর্ট

৩০ জুন ২০২২ ০৫:৫৫

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিভিন্ন যানবাহনের জন্য টোল নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ বুধবার এ প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ১ জুলাই থেকে এই এক্সপ্রেসওয়ে ব্যবহারের জন্য যানবাহন থেকে টোল নেওয়া হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মালামাল পরিবহণকারী ট্রেইলারের জন্য সর্বোচ্চ ১৬৯০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে। আর সর্বনিম্ন টোল ৩০ টাকা ধরা হয়েছে মোটরসাইকেলের জন্য।

এ ছাড়া হেভি ট্রাক ১১০০ টাকা, মিডিয়াম ট্রাক ৫৫০ টাকা, বড় বাস ৪৯৫ টাকা, মিনি ট্রাক ৪১৫ টাকা, মিনিবাস বা কোস্টার ২৭৫ টাকা, মাইক্রোবাস ২২০ টাকা, ফোর হুইলার যানবাহনের জন্য ২২০ টাকা ও সেডান কার বা প্রাইভেটকারের জন্য ১৪০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]