9745

04/26/2024 খারকিভে রাশিয়ার গোলাবর্ষণে ২৫ জন নিহত

খারকিভে রাশিয়ার গোলাবর্ষণে ২৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

২৩ জুন ২০২২ ২০:৪৪

খারকিভে রুশ বাহিনীর হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গল ও বুধবার রাশিয়ার হামলায় এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছেন খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনহুবভ।

তিনি বলেন, রাশিয়ানরা ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের আবাসিক জেলা এবং খারকিভ অঞ্চলের শহরগুলোতে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।

তিনি আরও বলেন, রাশিয়ান বেসামরিক লোকদের গোলাবর্ষণ অব্যাহত রেখেছে। এটি প্রমাণ করে যে আমরা চের্নিহিভ বা কিয়েভের মতো একই পরিস্থিতি আশা করতে পারি না।

ইউক্রেনের রাষ্ট্রপতির উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ একটি ভিডিও ভাষণে বলেন, রুশ বাহিনী জনসংখ্যাকে আতঙ্কিত করতে এবং ইউক্রেনকে সেনা সরিয়ে নিতে বাধ্য করতে খারকিভে আঘাত করছে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। প্রায় তিন মাসের যুদ্ধে দুদেশের বহু মানুষ হতাহত হয়েছেন।

সূত্র: আলজাজিরা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]