9717

09/17/2025 নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৫ জুন ২০২২ ০২:৩২

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে কুৎসা ও কটূক্তির অভিযোগে বাংলাদেশ গণ অধিকার পরিষদের সদস্য সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

মঙ্গলাবার (১৪ জুন) চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে এই মামলাটি করেন অ্যাডভোকেট শাহরিয়ার ইয়াছির আরাফাত।

মামলার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন অ্যাডভোকেট মো. ইব্রাহিম হেসেন চৌধুরী বাবুল। তিনি বলেন, শুনানি শেষে সিআইডিকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]