9695

05/03/2024 সাড়ে চার বছর পর বাংলাদেশিদের ভিসা দিচ্ছে বাহরাইন

সাড়ে চার বছর পর বাংলাদেশিদের ভিসা দিচ্ছে বাহরাইন

কূটনৈতিক প্রতিবেদক

৯ জুন ২০২২ ১৯:২৬

সাড়ে চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের ভিসা দিতে যাচ্ছে বাহরাইন।

বুধবার (০৯ জুন) মানামায় বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম ফেসবুক লাইভে এ তথ্য জানান।

রাষ্ট্রদূত বলেন, নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর মধ্যে দেশে এসে আটকেপড়া ১৬১ জনকে প্রথম দফায় ভিসা দেওয়া হবে বলে জানিয়েছে বাহরাইন সরকার।

রাষ্ট্রদূত নজরুল বলেন, বাহরাইনে ফেরার জন্য যে ৯৬৭ জন নিবন্ধন করেছিলেন তাদের মালিকপক্ষ ফিরিয়ে নিতে রাজি আছেন। মালিকপক্ষের সাড়া পাওয়ার ওপর ভিত্তি করে ১৬১ জনের নাম চূড়ান্ত করা হয়েছে।

রাষ্ট্রদূত আরো জানান, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুরুতে ‘ভিজিট ভিসা’ ইস্যু করবে। এরপর বাহরাইনের যাওয়ার পর তাদের নিয়োগকর্তার মাধ্যমে ওই ভিসাকে ‘ওয়ার্ক ভিসায়’ রূপান্তর করা যাবে।

উল্লেখ্য, বাহরাইন সরকার ২০১৮ সাল থেকে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দেয়। কোভিড মহামারীর মধ্যে দেশে ফিরে আটকাপড়া বাংলাদেশিরাও বাহরাইনে ফিরতে পারছিলেন না। এ সমস্যা সমাধানে বাংলাদেশ সরকার ও দূতাবাস উদ্যোগ নেয়। এরপর বাহরাইন সরকারের ইতিবাচক ইঙ্গিত পাওয়ার পর ফিরতে ইচ্ছুক প্রবাসীদের নিবন্ধন করতে বলা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]