9594

04/19/2024 ঢাকা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান

ঢাকা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান

ডেস্ক রিপোর্ট

১৭ মে ২০২২ ০৪:০৫

ঢাকা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন অধ্যাপক তপন কুমার সরকার। অধ্যাপক তপন কুমার সরকার ঢাকা বোর্ডের সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। এদিকে চট্টগ্রাম বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মুস্তফা কামরুল আখতার। তিনি চট্টগ্রাম সরকারি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অধ্যাপক ছিলেন।

সোমবার (১৬ মে) তাদের দুই বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

জানা গেছে, অধ্যাপক তপন কুমার সরকার ঢাকা বোর্ডের সচিব হিসেবে প্রেষণে কর্মরত ছিলেন। বোর্ডের সর্বশেষ চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে পদায়ন পাওয়ার পর থেকে অধ্যাপক তপন কুমার সরকার ঢাকা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।

আর অধ্যাপক মুস্তফা কামরুল আখতার চট্টগ্রাম সরকারি সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের অধ্যাপক ছিলেন। তাকে প্রেষণে চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নতুন দুই চেয়ারম্যান নিজ নিজ বেতনক্রম অনুযায়ী বেতনভাতা পাবেন। তারা পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন। বোর্ড কর্তৃপক্ষ বিনাভাড়া বাসস্থানের ব্যবস্থা করলে তারা কোনো বাড়িভাড়ার ভাতা গ্রহণ করতে পারবেন না। সরকারি বাসায় বাস করলে বাড়িভাড়াসহ যাবতীয় সরকারি পাওনা ট্রেজারি চালানের মাধ্যমে সংশ্লিষ্টখাতে জমা দিতে পারবেন।

এসএন/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]