9460

05/17/2024 এবার তেল আবিবে হামলার হুমকি হামাসের

এবার তেল আবিবে হামলার হুমকি হামাসের

আন্তর্জাতিক ডেস্ক

৮ মে ২০২২ ২০:৫৯

ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর নেতাদের হত্যা করা হলে এবার তেল আবিব ও এর আশেপাশে ক্ষেপণাস্ত্রের সাহায্যে আঘাত হানবে বলে হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

শনিবার (৭ মে) সংগঠনটি এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে মিশর সরকারকে জানিয়ে বলেছে, মধ্যস্থতাকারী হিসেবে আমাদের এই হুঁশিয়ারি ইহুদিবাদী ইসরাইলি নেতাদের কাছে পৌঁছে দিন।

গতকাল শুক্রবার ইসরাইলের বেশ কয়েকজন নেতা ও সাংবাদিক ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর নেতাদের হত্যার জন্য প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন। তেল আবিবের এলাদ এলাকায় বৃহস্পতিবারের হামলার জন্য গাজার হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে অভিযুক্ত করে তাকেও হত্যার দাবি জানিয়েছেন তারা। এরপরই হামাস এই প্রতিক্রিয়া দেখাল।

শুক্রবার (৬ মে) হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, এ ধরণের হুমকি নতুন কিছু নয়। এসব হুমকিতে তারা অভ্যস্ত হয়ে পড়েছেন।

গত বৃহস্পতিবার তেল আবিবের এলাদ এলাকায় এক অভিযানে তিন ইহুদিবাদী ইসরাইলি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এর আগে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার দখলদারদের অব্যাহত আগ্রাসনের জবাবে তেল আবিব ও এর আশেপাশে প্রতিরোধ সংগ্রাম জোরদারের আহ্বান জানিয়েছিলেন।

এসএন/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]