9395

05/05/2024 ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ : মা-বাবার পর চলে গেল শিশু সন্তানও

ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ : মা-বাবার পর চলে গেল শিশু সন্তানও

ডেস্ক রিপোর্ট

২৬ এপ্রিল ২০২২ ২১:১৭

যাত্রাবাড়ী থানার মাতুয়াইলে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে মা-বাবার পর চলে গেল দগ্ধ শিশু ফাতেমা (২)।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ৭টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

উল্লেখ্য, যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকা থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ নারী ও শিশুসহ তিনজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে গতকাল (সোমবার) ভোর ৪টায় ফাতেমা নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং আব্দুল করিম হাই ডিপেন্ডেন্সি ইউনিটে( এইচডিইউ) ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ সকালে তাদের একমাত্র মেয়ে ফাতেমা আইসিইউর ১৩ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

নিহত শিশুর বাবা আব্দুল করিমের শরীরের ৫৪ শতাংশ, স্ত্রী খাদিজা আক্তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল।

এসএন/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]