935

05/13/2024 করোনা আক্রান্ত রাখাল, কোয়ারেন্টিনে ৪৭ পশু

করোনা আক্রান্ত রাখাল, কোয়ারেন্টিনে ৪৭ পশু

রকমারি ডেস্ক

২ জুলাই ২০২০ ১৬:৪৭

প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে। যিনি এ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন তার সঙ্গে দুর্ভোগ পোহাতে হচ্ছে তার ঘনিষ্ঠদেরও।

তাদের শরীরে করোনার জীবাণু না থাকা সত্ত্বেও পাঠানো হচ্ছে কোয়ারেন্টিনে। মানুষ তার প্রিয়জনের কথা মাথায় রেখে এ দুর্ভোগ মেনেও নিচ্ছে।

এবার অবলা পশুদেরও সেই দুর্ভোগ সামলানোর খবর মিলছে। অবাক করা এ ঘটনাই ঘটেছে ভারতের কর্নাটকের টুমাকুরু জেলার গোড়েকেড়ে গ্রামে।

সেখানে এক রাখাল কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ায় তার সঙ্গে ৪৭টি ছাগল ও ভেড়াকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

গতকাল বুধবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে বলা হয়, গোড়েকেড়ে গ্রামের কয়েকটি ভেড়া ও ছাগলের শ্বাসকষ্ট হচ্ছে বলে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের।

তারা স্থানীয় পশুপালন দফতরের কর্মকর্তাদের সঙ্গে দেখা করে বিষয়টির কথা জানান। চারদিকে যেভাবে করোনার সংক্রমণ ছড়াচ্ছে তাতে ওই পশুগুলোরও করোনা হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন তারা।

পরে জানা যায়, ওই ভেড়া ও ছাগলগুলোকে যে দেখাশোনা করে সেই রাখালেরও শ্বাসকষ্ট হচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]