9260

05/19/2024 এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু

এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু

ডেস্ক রিপোর্ট

১৪ এপ্রিল ২০২২ ০১:৪১

২০২২ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হয়েছে। যা চলবে ২৪ এপ্রিল পর্যন্ত। তবে শিক্ষার্থীরা অনলাইনে ফি জমা দিতে পারবেন ২৫ এপ্রিল পর্যন্ত।

বুধবার (১৩ এপ্রিল) সকালে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, সকাল ১০টা থেকে অনলাইনে ফরম পূরণ শুরু হয়েছে। আগামী ২৪ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। তবে ফি জমা দেওয়া যাবে ২৫ এপ্রিল পর্যন্ত। আগামী ১৯ মে তাদের প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হবে।

জানা গেছে, এবার বিজ্ঞান বিষয়ের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ১ হাজার ৬১৫ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ১ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার্থীদের বেতন ও সেশনচার্জ হিসেবে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে হবে।

কোনো শিক্ষার্থীর নবম ও দশম শ্রেণির সর্বমোট ২৪ মাসের বেশি বেতন নেওয়া যাবে না। রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয়ের ১ থেকে ৪টি বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নিতে পারবেন। এজন্য ব্যবহারিক ছাড়া ৩৫০ টাকা আর ব্যবহারিকসহ ৪০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

এসএন/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]