9218

05/12/2024 পাকিস্তানে ইমরানের পক্ষে রাস্তায় হাজারো সমর্থক

পাকিস্তানে ইমরানের পক্ষে রাস্তায় হাজারো সমর্থক

আন্তর্জাতিক ডেস্ক

১১ এপ্রিল ২০২২ ২২:৩৯

সরকার পরিবর্তনে বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদ এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি সংহতি জানিয়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে পাকিস্তানে। প্রধানমন্ত্রী পদ থেকে সরে যাওয়ার পর ইমরানের নেতৃত্বাধীন তেহরিক ই ইনসাফ পার্টির আয়োজনে রোববার ১০ এপ্রিল রাতে বিক্ষোভ হয় রাজধানী ইসলামাবাদসহ করাচি, পেশোয়ার ও লাহোরের মত বড় শহরগুলোতে।

বিক্ষোভে অংশ নেয়ারা মূলত পাকিস্তানে মার্কিন হস্তক্ষেপের তীব্র নিন্দা জানান। বিক্ষোভের পর এক টুইটার বার্তায় জনগণকে ধন্যবাদ জানান ইমরান। তিনি বলেন, দেশের পররাষ্ট্রনীতিকে স্বাধীন করতে গিয়ে মার্কিন ষড়যন্ত্রের শিকার হয়েছেন তিনি। পাকিস্তানের পরবর্তী সরকার হবে বিদেশ থেকে আমদানি করা, যেখানে জনগণের সমর্থন থাকবে না বলে দাবি করেন তিনি।

বিক্ষোভের দু’দিন আগে, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় জাতির উদ্দেশে ভাষণ দেন ইমরান খান। ওই ভাষণে পাকিস্তানের বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করতে জনগণকে রাজপথে নেমে আসার আহবান জানিয়েছিলেন তিনি।

এসএন/জুআসা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]