9081

05/18/2024 মন্ত্রণালয়ের কর্মীদের ‘হোম অফিসের’ নির্দেশ

মন্ত্রণালয়ের কর্মীদের ‘হোম অফিসের’ নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

৩ এপ্রিল ২০২২ ০২:২৬

বিদ্যুৎ সংকটে নাকাল অর্থনৈতিক টানাপড়েনে ভুগতে থাকা দ্বীপদেশ শ্রীলংকা। দৈনিক ১৩ ঘণ্টার লোডশেডিংয়ে অতিষ্ঠ দেশবাসী। বিদ্যুৎশিল্পের ‘কুঠারাঘাতে’ পর্যুদস্ত দেশটির পর্যটন শিল্প। এ অবস্থায় বিদ্যুৎ বাঁচাতে পথ দেখালেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় ও তার অধীনস্থ সব মন্ত্রণালয়ের কর্মীদের জ্বালানি খরচ কমাতে ‘হোম অফিস’ (বাড়ি থেকে কাজ) করার নির্দেশ দিয়েছেন তিনি। এএফপি।

প্রধানমন্ত্রী বলেন, শ্রীলংকা জনগণের ধৈর্যের মাধ্যমে সন্ত্রাসবাদ নির্মূল করতে সক্ষম হয়েছে। জনসাধারণের সহযোগিতায় মহামারির বিরুদ্ধে যুদ্ধকেও জয় করেছে সরকার।

তিনি বলেন, ‘চলুন, বর্তমান চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে ঐক্যবদ্ধ হই। আমি জানি দেশ নজিরবিহীন চ্যালেঞ্জের সম্মুখীন। জ্বালানির ঘাটতি মোকাবিলার একটি উপায় হলো লোকদের বাড়ি থেকে কাজ করা।’

তিনি বলেন, এমনকি বারবার লোডশেডিংয়েও কর্মকর্তারা তাদের কাজ শেষ করতে যথাসাধ্য চেষ্টা করেছেন।

তিনি আরোও বলেন, ‘সরকার হিসাবে আমরা জনগণের দুর্দশার প্রতি শতভাগ সংবেদনশীল। আমরা সব বিপর্যয় মোকাবিলা করার পদক্ষেপ নিচ্ছি’। 

এসএন/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]