9014

05/03/2024 হোয়াটসঅ্যাপ চ্যাট ‘পিন টু টপ’ করার নিয়ম

হোয়াটসঅ্যাপ চ্যাট ‘পিন টু টপ’ করার নিয়ম

তথ্যপ্রযুক্তি ডেস্ক

২৯ মার্চ ২০২২ ০২:৩৭

হোয়াটসঅ্যাপে সারাদিন অনেক মেসেজ আসছে, তার কোনোটা প্রয়োজনীয় আবার কোনোটা তেমন প্রয়োজনীয় নয়। অনেক সময় অসংখ্য মেসেজের ভিড়ে গুরুত্বপূর্ণ মেসেজটাই হারিয়ে যায়। হতে পারে অফিসের মেসেজ কিংবা প্রিয়জনের কোনো বার্তা। সঠিক সময়ে মেসেজ দেখতে না পাওয়ায় ঝামেলায় পড়তে পারেন।

এই সমস্যার সমাধান কিন্তু হোয়াটসঅ্যাপেই রয়েছে। চ্যাট লিস্টে থাকা গুরুত্বপূর্ণ মেসেজ ‘পিন টু টপ’ করে রাখতে পারেন।

চলুন জেনে নেওয়া যাক, যেভাবে পিন টু টপ পজিশনে রাখবেন গুরুত্বপূর্ণ চ্যাট-

১. প্রথমে আপনার অ্যান্ড্রয়েড কিংবা আইফোনে হোয়াটসঅ্যাপ খুলুন।
২. এবার চটজলদি বেছে নিন কোন চ্যাটগুলোকে পিন টু টপ করতে চান।
৩. যে চ্যাটটি আপনি পিন টু টপ করতে চান যান সেই চ্যাটবক্স না খুলেই তার উপর ট্যাপ করুন। এর        ফলে দেখবেন স্ক্রিনের উপরের দিকে পিনের মতো একটা আইকন দেখা যাবে।
৪. এই পিনের মতো দেখতে আইকনে ক্লিক করলেই ওই নির্দিষ্ট চ্যাট পিন টু টপ হয়ে যাবে।

চ্যাট ‘পিন টু টপ’ করার সুযোগ রয়েছে হোয়াটসঅ্যাপ ওয়েবেও। সেক্ষেত্রে যে চ্যাটটি আপনি ‘পিন টু টপ’ করতে চান, তার উপর কারসার নিয়ে গেলে ডানদিকে একটি নিম্নমুখী অ্যারো চিহ্ন দেখতে পাবেন। সেটার উপর ক্লিক করলে ‘পিন চ্যাট’ অপশন পাবেন। সেখানে ক্লিক করলেই আপনার ওই নির্দিষ্ট চ্যাটটি ‘পিন টু টপ’ হয়ে যাবে।

এসএন/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]