8891

02/01/2026 এবার টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

এবার টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

২১ মার্চ ২০২২ ০০:০৯

সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল।

আজ রোববার (২০ মার্চ) জোহানেসবার্গের ওয়ানডার্সে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

নিজেদের একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। তিন পরিবর্তন নিয়ে নামতে চলেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।

দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই দল এখন পর্যন্ত খেলেছে মোট ১০টি ওয়ানডে। যেখানে প্রথম নয়টিতে দক্ষিণ আফ্রিকা জিতলেও, সবশেষ ম্যাচে জয়ী দলের নাম বাংলাদেশ।

টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত জানিয়ে যত বেশি রান সম্ভব করার লক্ষ্য জানিয়ে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। অন্যদিকে প্রোটিয়া অধিনায়ক টেম্বার বাভুমা জানিয়েছেন, তারা টস জিতলে আগে বোলিংই করতেন।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলি রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

দক্ষিণ আফ্রিকা একাদশ

কুইন্টন ডি কক, ইয়ানেমান মালান, টেম্বা বাভুমা, কাইল ভেরেইনা, রাশি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, ওয়েন পারনেল, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি, তাবরেজ শামসি।

এসএন/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]