8847

05/10/2024 খালেদা জিয়ার বিষয়ে প্রধানমন্ত্রী মহানুভবতা দেখিয়েছেন

খালেদা জিয়ার বিষয়ে প্রধানমন্ত্রী মহানুভবতা দেখিয়েছেন

চট্টগ্রাম থেকে

১৭ মার্চ ২০২২ ০২:৫৬

বেগম জিয়ার সাজার মেয়াদ বারবার স্থগিত রেখে মুক্ত থাকার সুযোগ করে দিয়েছেন। বিএনপি এখন তারা আবার সাজা স্থগিতের বিষয়ে আবেদন করেছে। বেগম খালেদা জিয়ার জন্য বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহানুভবতা দেখিয়েছেন বলে মন্ত্রব্য করেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার (১৬ মার্চ) চট্টগ্রামে শেখ হাসিনা পানি শোধনাগার-২ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া ১৫ আগস্টের হত্যাকাণ্ডকে উপহাস করার জন্য, হত্যাকারীদের উৎসাহ দেওয়ার জন্য নিজের জন্ম তারিখ বদলে দিয়ে ১৫ আগস্ট কেক কেটেছেন। খালেদা জিয়া ও তার স্বামী জিয়াউর রহমান ১৫ আগস্টের হত্যাকারীদের পুনর্বাসিত করেছেন। তার ছেলে ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িত। খালেদা জিয়ার দুয়ারে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ মিনিট দাঁড়িয়ে ছিলেন, দরজা খোলেননি। সেই খালেদা জিয়ার প্রতি মাননীয় প্রধানমন্ত্রী যে মহানুভবতা দেখিয়েছেন বিএনপি ও খালেদা জিয়া তা মনে রাখবেন বলে আশা করি।

তিনি বলেন, জনগণ যে ভালো আছে এ কথা বিএনপি নেতারা জানেন না। জনগণ ভালো থাকুক এটি বিএনপি চায়ও না। জনগণ যে ভালো আছে এতে বিএনপির গাত্রদাহ হচ্ছে। এজন্য নানা ধরনের বিভ্রান্তিকর কথা বলছে। এই করোনা সংকটের সময়ে আওয়ামী লীগ সব সময় জনগণের পাশে ছিল। বিএনপি কখনো পাশে থাকে না।

তিনি বলেন, করোনাকালে বিএনপি দুই-একটি লোক দেখানো প্রোগ্রাম করেছে। লোক দেখানো কয়েকটি প্যাকেট বিতরণ করেছে, টেলিভিশনে ফটোসেশন করেছে।

তথ্যমন্ত্রী বলেন, করোনার সময়ে নেতা-কর্মীরা জনগণের পাশে ছিল। সেবা করতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ও এমপি মারা গেছেন। তারা জনগণকে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন, ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে গেছেন। সেখান থেকে সুস্থ হয়ে আবার জনগণের কাছে এসেছেন।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীররা তো জনগণের কাছে যান না। টেলিভিশনে প্রোগ্রাম করেন, মাঝেমধ্যে লোকদেখানো দুই-একটি প্রোগ্রাম তিনি করেন।

এসএন/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]