8761

06/14/2024 ২৮১৬ কোটি টাকা ব্যয়ে ১৩ ক্রয় প্রস্তাব অনুমোদন

২৮১৬ কোটি টাকা ব্যয়ে ১৩ ক্রয় প্রস্তাব অনুমোদন

অর্থনীতি ডেস্ক

১১ মার্চ ২০২২ ০৫:০৭

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ১৩টি প্রস্তাব অনুমোদন পেয়েছে। পাশাপাশি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সভায় দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) ভার্চুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সভা দুটি অনুষ্ঠিত হয়। সভা শেষে মন্ত্রী প্রস্তাব অনুমোদনের বিষয়টি জানান।

অর্থমন্ত্রী জানান, অর্থনৈতিক বিষয় কমিটির অনুমোদনের জন্য দুটি এবং সরকারি ক্রয় কমিটির জন্য ১৩টি (টেবিলে চারটি উপস্থাপনসহ) প্রস্তাব উত্থাপন করা হয়। এসবের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের চারটি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তিনটি, নৌপরিবহন মন্ত্রণালয়ের তিনটি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা ছিল।

তিনি জানান, ১৩টি প্রস্তাবে মোট ব্যয়ের পরিমাণ দুই হাজার ৮১৬ কোটি ১৪ লাখ ৫৭ হাজার ৬৭৫ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে এক হাজার ৭৮৪ কোটি ৬৪ লাখ ৭৪ হাজার ৮৮৩ টাকা। বিশ্বব্যাংক থেকে ঋণ পাওয়া যাবে এক হাজার ৩১ কোটি ৪৯ লাখ ৮২ হাজার ৭৯২ টাকা।

এসএন/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]