8648

05/18/2024 ইসরাইলকে বন্ধু করার আশা সৌদি’র : বাহরাইনে সেনা অবস্থান অব্যাহত

ইসরাইলকে বন্ধু করার আশা সৌদি’র : বাহরাইনে সেনা অবস্থান অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

৫ মার্চ ২০২২ ২১:৫৮

ফিলিস্তিনের দখলদার ইসরাইলকে বন্ধু হিসেবে প্রত্যাশা করছে সৌদি আরব। এমনটাই আশা দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের। মাসিক দ্যা আটলান্টিক ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানায়, ইসরাইলকে আগামী দিনের সম্ভাব্য মিত্র হিসেবে প্রত্যাশা করেছেন সৌদি যুবরাজ।

মোহাম্মদ বিন সালমান বলেন, “আমরা মনে করি ইসরাইল ও ফিলিস্তিনের দ্বন্দ্ব নিরসন হয়েছে। তাই ইসরাইলের দিকে শত্রু হিসেবে তাকাই না বরং অনেক অভিন্ন স্বার্থে আমরা তাদেরকে সম্ভাব্য মিত্র হিসেবে দেখি”। তবে সে পর্যায়ে যাওয়ার আগে কিছু ইস্যুর সমাধান প্রত্যাশা করেন তিনি।”

চলতি বছরের শুরুর দিকে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ইন্দোনেশিয়া ও সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য সব সময় কাজ করে যাচ্ছে তেল আবিব।

সৌদি ও বাহরাইনের শীর্ষ নেতারা

এদিকে, পারস্য উপসাগরীয় দ্বীপ রাষ্ট্র বাহরাইনে নিজেদের সেনা অবস্থান অব্যাহত রেখেছে সৌদি আরব। বাহরাইনে সরকার বিরোধী আন্দোলন শুরুর পর আলে খলিফা সরকারের আমন্ত্রণে সাড়া দিয়ে  ২০১১ সালে ১৪ মার্চ দেশটির রাজধানী মানামায় সেনা পাঠায় সৌদি আরব। এখন পর্যন্ত বাহরাইনের গণআন্দোলন দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সৌদি সেনারা। এমন খবর জানায় ইরানী বার্তা সংস্থা পার্সটুডে।

সম্প্রতি বাহরাইনের বাদশাহ আলে খলিফা সৌদি আরব সফর করেছেন। এ সফরের অন্যতম উদ্দেশ্য রিয়াদের প্রতি মানামা’র পূর্ণ আনুগত্য দেখানো।

এসএন/জুআসা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]