8570

05/14/2024 টাইগারদের প্রশিক্ষণ দেবেন বিশ্বকাপজয়ী কোচ গ্যারি

টাইগারদের প্রশিক্ষণ দেবেন বিশ্বকাপজয়ী কোচ গ্যারি

ক্রীড়া ডেস্ক

২৭ ফেব্রুয়ারি ২০২২ ২১:১৭

নিউজিল্যান্ডে টেস্ট জয়ের পর এবার দেশের বাইরে সাদা পোশাকের ফরম্যাটে জয়ের ক্ষুধা পেয়ে বসেছে বাংলাদেশ দলের। সামনে দক্ষিণ আফ্রিকা সফর। সেখানে দুই ম্যাচের একটি টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। প্রোটিয়াদের বিপক্ষে সাফল্য পেতে চেষ্টার কমতি রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এজন্য কথা চলছে বিশ্বকাপজয়ী প্রোটিয়া কোচ গ্যারি কারস্টেনের সঙ্গে।

দক্ষিণ আফ্রিকায় গিয়ে সিরিজ শুরুর আগে দুই সপ্তাহের একটি কন্ডিশনিং ক্যাম্প করবে বাংলাদেশ দল। কারস্টেনের নিজস্ব ক্রিকেট অ্যাকাডেমিতে চলবে এই অনুশীলন। সেখানে কারস্টেন তিন সেশন বাংলাদেশকে মুমিনুল হকদের অনুশীলনে উপস্থিত থাকবেন। সঙ্গে থাকবে স্থানীয় সাপোর্ট স্টাফ। ছাড়াও এই ক্যাম্পে থাকবেন ব্যাটিং কোচ জেমি সিডন্স।

দ্বিপক্ষীয় সিরিজ শুরু হবে ১৮ মার্চ ওয়ানডে দিয়ে৷ ৩১ মার্চ শুরু হবে টেস্ট সিরিজ। তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে মার্চ-এপ্রিলে দক্ষিণ আফ্রিকা সফর করবে বাংলাদেশ। ১২ মার্চ ক্রিকেটারদের উড়াল দেওয়ার কথা রয়েছে। তার আগে টেস্ট দলের ক্রিকেটাররা দেশেই নিজেদের প্রস্তুত করার কাজ শুরু করে দিয়েছে। বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে বগুড়ায় নিজেদের ঝালিয়ে নিচ্ছেন তারা।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ প্রথম সফর করে ২০০২ সালে, সর্বশেষ ২০১৭ সালে। এ সময়ে বাংলাদেশ ৯ ওয়ানডে ও ৬ টেস্ট খেলেছে। স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশ জিততে পারেনি কখনো।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]