8529

11/05/2025 ৮ ঘণ্টা পর চাঁদপুর-শরীয়তপুর ফেরি পারাপার শুরু

৮ ঘণ্টা পর চাঁদপুর-শরীয়তপুর ফেরি পারাপার শুরু

চাঁদপুর থেকে

২৪ ফেব্রুয়ারি ২০২২ ২২:২০

দীর্ঘ ৮ ঘণ্টা পর চাঁদপুর-শরীয়তপুর রুটে হরিনা ঘাটে ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন হরিনা ফেরিঘাটের ম্যানেজার আবদুন নুর।

এর আগে ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকেই ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশায় ফেরি চলাচলে বিঘ্ন ঘটে। এ জন্য দুর্ঘটনা এড়াতে দুই পাশে বন্ধ রয়েছে ফেরি। কুয়াশা স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, যশোর, বরিশাল, খুলনাসহ বেশ কয়েক জেলার পরিবহন চাঁদপুর-শরীয়তপুর রুট দিয়ে পরিবহন চলাচল করে থাকে।

হরিনা ফেরিঘাটের ম্যানেজার আবদুন নুর বলেন, ঘন কুয়াশার কারণে মাঝেমধ্যেই ফেরি চলাচল বন্ধ রাখতে হয়। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। ফেরি দীর্ঘ সময় বন্ধ থাকলে দুই পাশে গাড়ির চাপ বাড়ে।

এসএন/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]