8428

08/02/2025 নতুন সিনেমায় নুসরাত ফারিয়া, নায়ক যশ

নতুন সিনেমায় নুসরাত ফারিয়া, নায়ক যশ

বিনোদন ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০২২ ০৪:২৩

ঢালিউডের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সিনেমার অভিনয় দিয়ে তিনি দুই বাংলায়ই দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন। তিনি উপস্থাপনা ও মডেলিং দিয়েও সাফল্য পেয়েছেন। গান গেয়েও বাজিমাত করেছেন দুই বাংলার চলচ্চিত্রের প্রিয়মুখ নুসরাত ফারিয়া।

কলকাতার নতুন একটি সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। ছবির নাম ‘রকস্টার’।

এ ছবিতে ফারিয়া নায়ক হিসেবে পাচ্ছেন যশ দাশগুপ্তকে। আজ ১৭ ফেব্রুয়ারি থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে। চলবে ৩ মার্চ পর্যন্ত। ভারতের বিভিন্ন লোকেশনে হবে চিত্রায়ন।

রোমান্টিক থ্রিলার ধাঁচের এই সিনেমাটির নির্মাণ করছেন অংশুমান প্রত্যুষ। এটি প্রযোজনা করছেন এসপি ইন্টারন্যাশনাল।

ছবিটি নিয়ে নুসরাত ফারিয়া বেশ আশাবাদী। তিনি বলেন, ‘মজার একটি স্টোরি আছে এখানে। আমার চরিত্রটিও দর্শক উপভোগ করবেন বলে বিশ্বাস।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]