8416

05/19/2024 হিজাব-বিতর্ক: মুসলিম নারীদের বিক্ষোভে পুলিশের লাঠিপেটা

হিজাব-বিতর্ক: মুসলিম নারীদের বিক্ষোভে পুলিশের লাঠিপেটা

আন্তর্জাতিক ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০২২ ২২:২৭

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদ এলাকায় হিজাব নিয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে মুসলিম নারীদের বিক্ষোভে লাঠিপেটা করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভ মিছিলে থাকা বোরকা পরা নারীদের পুলিশ পেটাচ্ছে। পুলিশ বলছে, তারা এ ভিডিও নিয়ে তদন্ত করবে। এনডিটিভির আজ বৃহস্পতিবারের খবরে এ তথ্য জানা গেছে।

স্থানীয় সময় গত রোববার এ ঘটনা ঘটে। পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সাধারণ অভিযোগ (এফআইআর) করেছে।

ওই এফআইআরে পুলিশ বলেছে, গাজিয়াবাদের সানি বাজার রোডে অনুমতি ছাড়া ১৫ মুসলিম নারী সরকারবিরোধী বিক্ষোভের জন্য জড়ো হয়েছেন বলে তারা খবর পায়।এফআইআরের তথ্য অনুযায়ী, পুলিশের একটি দল সেখানে পৌঁছালে নারীরা স্লোগান দিতে থাকেন।

এফআইআর আরও বলছে, বিক্ষোভরত নারীদের সরিয়ে দিতে চেষ্টা করার সময় হেনস্তার শিকার হন নারী কনস্টেবলরা। বিক্ষোভ মিছিলে থাকা কয়েক পুরুষও নারী কনস্টেবলদের হেনস্তা করেন। রাইস নামের একজন নারী কনস্টেবল বলেন, বিক্ষোভ মিছিলে থাকা পুরুষেরা নারী কনস্টেবলদের হুমকিও দেন।

গাজিয়াবাদের ইন্দিরাপুরামের এক পুলিশ কর্মকর্তা বলেন, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

বিক্ষোভ নিয়ে পুলিশের এফআইআরে আনা অভিযোগের ব্যাপারে বিক্ষোভকারীদের বক্তব্য এনডিটিভির প্রতিবেদনে পাওয়া যায়নি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]