841

05/17/2024 মুখ খুললেন পররাষ্ট্রমন্ত্রী

মুখ খুললেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২৩ জুন ২০২০ ০৪:১৯

৯৭ শতাংশ বিনা শুল্কে বাংলাদেশের প্রায় আট হাজার পণ্য রপ্তানির সুযোগ দিয়েছে চীন। চীনের দেওয়া এমন সুবিধাকে আনন্দবাজারসহ ভারতের বিভিন্ন গণমাধ্যমে ‘খয়রাতি’ শব্দ ব্যবহার করে সংবাদ প্রকাশ ছোট মানসিকতার পরিচয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ভারতের মিডিয়ায় এই শব্দ ব্যবহার করে খবর প্রকাশ করা মোটেও সমীচীন হয়নি।

‘ভারত সরকার এ বিষয়ে এখনো কিছু বলেনি। দেশটির কয়েকটি পত্রিকা আপত্তিকর ভাষায় মন্তব্য করেছে। তারা এমন শব্দ ব্যবহার করেছে যা কোনোভাবেই ব্যবহার করা উচিত নয়’, যোগ করেন ড. আব্দুল মোমেন।

আজ সোমবার গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

ড. আব্দুল মোমেন বলেন, ভারতীয় কয়েকটি পত্রিকার প্রতিবেদন আমাদের নজরে এসেছে। চীনের দেওয়া সুবিধা সম্পর্কে যে শব্দের ব্যবহার তারা করেছে তা একেবারেই অগ্রহণযোগ্য। তবে এর বিরুদ্ধে আমরা কোনো ব্যবস্থা নিতে চাই না। চীন যে সুবিধা দিয়েছে তা আমাদের কূটনৈতিক সম্পর্কের দীর্ঘদিনের ফসল।

অনেক আগেই আমরা এই সুবিধা চীনের কাছে চেয়ে আসছিলাম। এমনকি প্রতিবেশী ভারতের কাছেও এ ধরনের সুবিধা চেয়েছি। চীন খুবই উপযুক্ত সময়ে অন্য এলডিসিভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশকে এই সুবিধা দিয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]