8324

05/18/2024 মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে নিহত বেড়ে ১২০

মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে নিহত বেড়ে ১২০

আন্তর্জাতিক ডেস্ক

১২ ফেব্রুয়ারি ২০২২ ২২:৩৪

মাদাগাস্কারে ঘূর্ণিঝড় বাতসিরাইয়ের আঘাতে নিহতের সংখ্যা ৯২ জন থেকে বেড়ে দাঁড়িয়েছে ১২০ জনে।ঘূর্ণিঝড় বাতসিরাইয়ের তাণ্ডবে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) পর্যন্ত ১২০ জনের মৃত্যু হয়েছে।

গত শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ঘন্টায় ১৬৫ কিলোমিটার বেগে আঘাত হানে ঘূর্ণিঝড়টি।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে বহু ঘরবাড়ি ও স্থাপনা।প্রায় গৃহহীন হয়েছেন ১ লাখ ২৪ হাজারের বেশি মানুষ। বাস্তুচ্যুত হয়েছে আরও ৩০ হাজার মানুষ।

জার্মান বেসরকারি সাহায্য সংস্থা ওয়েলথাঙ্গারহিলফ জানিয়েছে, ভূমিধসের কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত সব গ্রামে পৌঁছতে আরও ৫ দিন সময় লাগতে পারে। এসব গ্রামের মানুষ এখনো পানিবন্দি অবস্থায় রয়েছেন।

এছাড়া বিভিন্ন দেশের উদ্ধারকারী দল স্থানীয় উদ্ধারকারী টিমকে সহায়তা অব্যাহত রেখেছে বলে জানা গেছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]