8310

05/19/2024 করোনায় আক্রান্ত ডেনমার্কের রানি ও স্পেনের রাজা

করোনায় আক্রান্ত ডেনমার্কের রানি ও স্পেনের রাজা

আন্তর্জাতিক ডেস্ক

১১ ফেব্রুয়ারি ২০২২ ০০:০৩

ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেট এবং স্পেনের রাজা ৬ষ্ঠ ফিলিপ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) দুদেশের রাজপ্রাসাদ থেকে পৃথক বিবৃতি দিয়ে বলা হয়, রানি দ্বিতীয় মার্গারেট ও রাজা ষষ্ঠ ফিলিপের করোনা পরীক্ষার পর ফল পজিটিভ এসেছে। তবে দুজনেই আশঙ্কামুক্ত। তাদের দুজনের উপসর্গই মৃদু।

৮১ বছর বয়সি রানি গত নভেম্বরে করোনার ভ্যাকসিনের তৃতীয় ডোজ নিয়েছেন। মঙ্গলবার তার করোনা ধরা পড়ে।

ডেনমার্কেন রানি দ্বিতীয় মার্গারেট খুবই জনপ্রিয়। সম্প্রতি তিনি রাজসিংহাসনে আরোহণের ৫০ বছর উদযাপন করেছেন। তার নরেওয়ে যাওয়ার কথা ছিল। করোনার কারণে সেই সফর বাতিল করেছেন। তিনি এখন কোপেনহাগেনের রাজপ্রসাদে আইসোলেশন করছেন।

ডেনমার্ক করোনার বিধিনিষেধ তুলে নিলেও চার দিন আইসোলেশন বাধ্যতামূলক রেখেছে।

এদিকে স্পেনের রাজপ্রাসাদ বিবৃতিতে বলেছে, ৫৪ বছর বয়সি রাজার করোনা ধরা পড়ে বুধবার। আগের রাতে মৃদু উপসর্গ দেখা দেওয়ার পর কোভিড পরীক্ষা করান তিনি।

রাজা সাত দিন কোয়ারেন্টিনে থাকবেন জানিয়ে রাজপ্রাসাদ বলেছে, তাঁর শারীরিক অবস্থা ভালো। কোয়ারেন্টিনে থেকেই তিনি প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করবেন।

রাজা ফিলিপ ২০২১ সালে মে মাসে টিকার প্রথম টিকা ডোজ নেন। তিনি দ্বিতীয় ডোজ নিয়েছেন কি না, তা জানতে এএফপি যোগাযোগ করে রাজপ্রাসাদের সাড়া পায়নি।

এসএন/তাজা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]