8231

05/08/2025 হঠাৎ পরীক্ষা স্থগিতদের প্রতিবাদে নীলক্ষেত মোড় অবরোধ

হঠাৎ পরীক্ষা স্থগিতদের প্রতিবাদে নীলক্ষেত মোড় অবরোধ

নিজস্ব প্রতিবেদক

২৩ জানুয়ারী ২০২২ ০০:০৫

আগে থেকে কোন ধরণের নেটিশ না দিয়ে হঠাৎ করেই স্থগিত করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ডিগ্রী পরীক্ষা। প্রতিবাদে শনিবার ২২ জানুয়ারি, সকাল ৯টার দিকে নীলক্ষেত মোড় অবরোধ করে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাতটি কলেজের ডিগ্রী পরীক্ষার্থী।

সড়ক অবরোধকারী শিক্ষার্থীরা জানান, ইডেন কলেজ কেন্দ্রে শনিবার ছিল ডিগ্রীর শেষ পরীক্ষা। তবে কেন্দ্রে উপস্থিত হওয়ার পর তারা জানতে পারেন, পরীক্ষা স্থগিত হয়েছে৷ শিক্ষার্থীদের অভিযোগ, ২০১৮ সালের দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ হচ্ছে ২০২২ সালে। গেল বছরের ২১ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে অবশেষে চলতি বছরের ২২ জানুয়ারি শনিবার শেষ হওয়ার কথা থাকলেও হঠাৎ স্থগিত করা হয়। এমন অবস্থায় একটি পরীক্ষার জন্য বঞ্চিত হতে হচ্ছে ডিগ্রীর সার্টিফিকেট থেকে। যা জীবনে চাকরি-বাকরি’র ক্ষেত্রে বাড় ধরণের চ্যালেঞ্জ হয়ে দাড়িছে।

আরেক শিক্ষার্থী জানান, প্রস্তুতি নিয়ে কেন্দ্রে আসার পর জানতে পারি পরীক্ষা স্থগিত। কোনো নোটিশও দেওয়া হয়নি। এমন অসম আচরণ কেবলমাত্র সাত কলেজের প্রতি করা হচ্ছে। এমনিতেই ভয়াবহ সেশনজটে আছে সাত কলেজের শিক্ষার্থী। শনিবার শেষ পরীক্ষা থাকলেও তা স্থগিত হয়ে গেল। আমাদের সঙ্গে এমন প্রহসন কেন।

পরীক্ষা স্থগিতের বিষয়ে জানতে চাইলে, ঢাকা কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক ও সেভেন কলেজ টিচার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. আবদুল কুদ্দুস সিকদার বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে কথা বলেছি। তিনি মৌখিকভাবে পরীক্ষা বন্ধের কথা জানান, কোনো প্রকার নোটিশ দেয়া হয়নি। এমন আচরণ আমরাও প্রত্যাশা করি না। বহুদূর থেকে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে আসে। শনিবার তাদের শেষ পরীক্ষা ছিল। বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অধীভুক্ত সাতটি কলেজের সমন্বয়কের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেয়ার কথা জানান তিনি।

এসএন/জুআসা/২০২২

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]