820

05/15/2024 ডিএমপির ২৮ ডিসিকে বদলি ও পদায়ন

ডিএমপির ২৮ ডিসিকে বদলি ও পদায়ন

সময়নিউজ ডেস্ক

২১ জুন ২০২০ ০০:০৯

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ২৮ জন উপপুলিশ কমিশনারকে (ডিসি) বদলি ও পদায়ন করা হয়েছে।

শনিবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, পুলিশ সুপার পদমর্যাদার ডিএমপির প্রোটেকশন বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) আ ফ ম মাহতাব উদ্দিনকে অতিরিক্ত দায়িত্বে সুপ্রিম কোর্ট ও স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগে, ট্রাফিক দক্ষিণের উপকমিশনার (ডিসি) জয়দেব চৌধুরীকে ট্রাফিক রমনায়, ট্রাফিক উত্তরের উপকমিশনার (ডিসি) সাইফুল হককে ট্রাফিক উত্তরের পূর্ণ দায়িত্বে, ডিবি উত্তরের উপকমিশনার (ডিসি) মশিউর রহমানকে ডিবি গুলশান বিভাগে, ট্রাফিক পশ্চিমের উপকমিশনার (ডিসি) জসীম উদ্দিন মোল্লাকে ট্রাফিক মিরপুরে, ডিএমপির উপকমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হককে গোয়েন্দা রমনা বিভাগে, উপপুলিশ কমিশনার (ডিসি) শাহ ইফতেখার আহমদেকে ওয়ারী বিভাগে, উপপুলিশ কমিশনার (ডিসি) গোলাম মোস্তফা রাসেলকে গোয়েন্দা তেজগাঁও বিভাগে, উপপুলিশ কমিশনার(ডিসি) মোহাম্মদ তারেক বিন রশিদকে কাউন্টার টেরোরিজম ইউনিটের অ্যাডমিন অ্যান্ড লজিস্টিক বিভাগে দেওয়া হয়েছে।

এছাড়া উপপুলিশ কমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দারকে গোয়েন্দা মিরপুর বিভাগে, উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলামকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে, উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আব্দুল আহাদকে গোয়েন্দা ওয়ারী বিভাগে, উপপুলিশ কমিশনার (ডিসি) রবিউল ইসলামকে ট্রাফিক গুলশান বিভাগে, উপপুলিশ কমিশনার (ডিসি) মাহফুজুল ইসলামকে কাউন্টার টেরোরিজম ইউনিটের ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে, উপপুলিশ কমিশনার (ডিসি) রাজীব আল মাসুদকে গোয়েন্দা লালবাগ বিভাগে, উপপুলিশ কমিশনার (ডিসি) ওয়াহিদুল ইসলামকে ট্রাফিক মতিঝিল বিভাগে, উপপুলিশ কমিশনার (ডিসি) আব্দুল মান্নানকে কাউন্টার টেরোরিজম ইউনিটের স্পেশ্যাল অ্যাকশন গ্রুপ বিভাগে, উপ-পুলিশ কমিশনার (ডিসি) কাজী শফিকুল ইসলামকে গোয়েন্দা উত্তর বিভাগে, উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ হাবীবুন নবী আনিছুর রশিদকে কাউন্টার টেরোরিজম ইউনিটের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে দেওয়া হয়েছে।

উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ শরীফুল ইসলামকে ডিএমপির আইসিটি বিভাগে, উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাইদুল ইসলামকে ট্রাফিক ওয়ারী বিভাগে, উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাছুম আহাম্মদ ভূঁইয়াকে ডিএমপি সদর দফতরের ক্রাইম বিভাগে, উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহা. মেহেদী হাসানকে ট্রাফিক লালবাগ বিভাগে, উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলমকে সচিবালয় নিরাপত্তা বিভাগে, উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ. ফ. ম. আল কিবরিয়াকে কাউন্টার টেরোজিম ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে, উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিশুক চাকমাকে কাউন্টার টেরোরিজম বিভাগের ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগে, উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামানকে গোয়েন্দা মতিঝিল বিভাগে বদলি ও পদায়ন করা হয়েছে।

এর আগে গত ৯ জুন আলোচিত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদকে তেজগাঁও বিভাগের ডিসি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। একই দিন তেজগাঁওয়ের ডিসি বিপ্লব বিজয় তালুকদারকে লালবাগ বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব দেয়া হয়। লালবাগ বিভাগের ডিসি মুনতাসিরুল ইসলামকে ডিএমপি সদর দফতরে লজিস্টিকস বিভাগে বদলি করা হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]