8165

01/09/2026 আবারও ডিভাইডারে বাস, নিহত ১

আবারও ডিভাইডারে বাস, নিহত ১

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর ২০২১ ০৪:২০

রাজধানীর গুলিস্তান এলাকায় একটি বাস রোড ডিভাইডারের ওপর উঠে গেছে। এতে ডিভাইডার ভেঙে এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, শ্রাবণ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর ওঠে যায়। এতে রাস্তার পাশে থাকা পথচারীদের অন্তত তিনজন আহত হন। হাসপাতালে শুক্কুর মাহমুদ (৪০) নামের একজন মারা গেছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]