8150

05/08/2024 এসএসসির ফলাফল ঘোষণা করা হবে চলতি সপ্তাহেই

এসএসসির ফলাফল ঘোষণা করা হবে চলতি সপ্তাহেই

নিজস্ব প্রতিবেদক

২৭ ডিসেম্বর ২০২১ ০৫:২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপ সফর শেষে দেশে ফেরার পর চলতি সপ্তাহের যে কোনোদিন এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম পলাশ।

তিনি বলেন, 'আমরা এ মাসেই ফলাফল দেব। প্রধানমন্ত্রী মালদ্বীপ সফরে যাওয়ার আগে শুধু বলে গেছেন, এ মাসেই ফলাফল দেওয়া হবে।'

ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে সোমবার বিকালে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। প্রতিবছর তিনিই আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন।

চূড়ান্ত তারিখ নির্ধারিত না হলেও ফলাফল প্রকাশের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান আমিরুল ইসলাম।

সব বোর্ড মিলিয়ে এবার এসএসসিতে পরীক্ষার্থী ছিল ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]