8135

05/08/2024 ২০২২ সালে ক্লাস চলবে যেভাবে

২০২২ সালে ক্লাস চলবে যেভাবে

নিজস্ব প্রতিবেদক

২৪ ডিসেম্বর ২০২১ ০৩:৫৫

২০২২ সালের জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও বর্তমান নিয়মে আংশিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান করানো হবে এবং মার্চ মাস পর্যন্ত এটি বহাল থাকবে। ওমিক্রন নিয়ন্ত্রণে থাকলে মার্চ মাসের পর স্বাভাবিকভাবে পাঠদান শুরু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর মাতুয়াইলে একটি ছাপাখানা পরিদর্শনের পর শিক্ষামন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

দীপু মনি আরও বলেন, আগামী বছর থেকে প্রথম থেকে ষষ্ঠ শ্রেণিতে পাইলটিং কার্যক্রম হিসেবে নতুন কারিকুলাম শুরু করা হবে। এজন্য সারাদেশের ১০০টি স্কুলে এ কার্যক্রম শুরুর সিদ্ধান্ত থাকলেও সেটি কমিয়ে ৬০টি স্কুল নির্বাচন করা হয়েছে। ওই প্রতিষ্ঠানগুলোতে নতুন কারিকুলাম পড়ানো হবে। সব শিক্ষার্থী ভর্তি না হওয়া পর্যন্ত নতুন কারিকুলাম পড়ানো সম্ভব নয়। মার্চের আগ পর্যন্ত আমরা বিষয়টি মনিটরিং করবো।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]