8105

05/07/2024 এবার ইরাকে নিষিদ্ধ টিকটক

এবার ইরাকে নিষিদ্ধ টিকটক

তথ্যপ্রযুক্তি ডেস্ক

১৩ ডিসেম্বর ২০২১ ০৭:০১

এবার অনৈতিক ও অশ্লীল ভিডিও প্রচারের অভিযোগে টিকটক নিষিদ্ধ করেছে ইরাক। ‘অনুপযুক্ত বিষয়বস্তুর ক্রমাগত উপস্থিতির’ অভিযোগ তুলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রোববার গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, টিকটক অ্যাপ নৈতিকার লঙ্ঘন হয় এমন বিভিন্ন বিষয় প্রচারে সাহায্য করে। এছাড়া নির্দিষ্ট বয়সের জনগোষ্ঠীকে টার্গেট করে অশ্লীল ভিডিও প্রচার করে এই অ্যাপের ব্যবহারকারীরা।

ইরাকের আগে চলতি বছরের শুরুতে জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং অ্যাপ নিষিদ্ধ করা হয় পাকিস্তানে। পাকিস্তানের প্রতিবেশী দেশ ভারত চলতি বছরের জানুয়ারিতে স্থায়ীভাবে টিকটকসহ ৫৮টি চীনা অ্যাপ নিষিদ্ধ করে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]