8070

05/19/2024 তথ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

তথ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আদালত প্রতিবেদক

৭ ডিসেম্বর ২০২১ ০৫:৫৩

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

সোমবার (০৬ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি সমর্থিত নেতারা এ কথা জানান।

এ সময় লিখিত বক্তব্যে সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে ডা. মুরাদ হাসান যে ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করে তাকে ক্ষমা চাইতে হবে। সরকারের একজন ‘কথিত দায়িত্বশীল’ প্রতিমন্ত্রী তাদের তরুণ ব্যারিস্টার সম্পর্কে যে লাগামহীন মন্তব্য করেছেন তা শুধু নিন্দনীয়ই ও পরিত্যাজ্য। তার এই মন্তব্য দেশের প্রতিটি নাগরিকের জন্য, বিশেষ করে নারীর প্রতি চরম অবমাননাকর।

ব্যারিস্টার কাজল আরও বলেন, তারা লক্ষ করছেন ডা. মুরাদ হাসান তার রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে লাগামহীনভাবে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেই চলেছেন। এমনকি তিনি যা বলেন তা সরকারের শীর্ষ নেতৃত্বকে জানিয়েই করেন বলে নিজেই দাবি করেন। প্রতিমন্ত্রী মুরাদ তার কর্মকাণ্ড ও কুরুচিপূর্ণ মন্তব্যের মাধ্যমে সাংবিধানিক শপথ ভঙ্গ করছেন বলে উল্লেখ করেন তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]