8004

05/04/2024 শর্ত ভেঙে ওটিটিতে অনুষ্ঠান প্রচার করলে ব্যবস্থা: তথ্যমন্ত্রী

শর্ত ভেঙে ওটিটিতে অনুষ্ঠান প্রচার করলে ব্যবস্থা: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

৩ ডিসেম্বর ২০২১ ০৫:৩৫

লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ওটিটি (ওভার দ্য টপ স্ট্রিমিং) প্লাটফর্মে অনুষ্ঠান প্রচার করলে মোবাইল অপারেটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সচিবালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সঙ্গে বৈঠক শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ওটিটি প্ল্যাটফর্মের ব্যাপারে মোবাইল অপারেটরদের কাছে জানতে চাওয়া হবে। নিয়মবহির্ভূতভাবে লাইসেন্সের শর্ত ভঙ্গ করে কিছু করলে ব্যবস্থা নেওয়া হবে। আইপি টিভি এখন বাস্তবতা। যাচাই-বাছাই করেই লাইসেন্স দেওয়া হবে। ১৪টি আইপি টিভির লাইসেন্স দেওয়া হয়েছে।

আইপি টিভিতে কোনো সংবাদ প্রচার করা যাবে না বলেও জানান মন্ত্রী।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]