7997

04/29/2024 শতবর্ষে এসে ঢাবির শিক্ষার মান নিয়ে ভাবতে হচ্ছে: শিক্ষামন্ত্রী

শতবর্ষে এসে ঢাবির শিক্ষার মান নিয়ে ভাবতে হচ্ছে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২ ডিসেম্বর ২০২১ ০৫:১৪

শুরুর এক দশকের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) যেভাবে সারা বিশ্বের দরবারে সুনাম অর্জন করেছিলো, দুঃখজনক হলেও সত্যি সেই অগ্রযাত্রার গতি নানা কারণেই ধরে রাখা সম্ভব হয়নি। শতবর্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নতুন করে ভাবতে হচ্ছে শিক্ষার মান নিয়ে। এমনটাই বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (১ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের হারানো গৌরব ফিরিয়ে আনার চিন্তা করতে হচ্ছে। এর জন্য প্রয়োজন একাডেমিক মহাপরিকল্পনা। শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং গবেষণার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে প্রথমবারের মতো প্রণয়ন করা হয়েছে পূর্ণাঙ্গ ভৌত মাস্টার প্ল্যান।’

তিনি বলেন, ‘মৌলিক ও প্রায়োগিক গবেষণার ক্ষেত্র জোরদারের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইন্ডাস্ট্রিগুলোর সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভৌত মহাপরিকল্পনার আগে একাডেমিক মহাপরিকল্পনা প্রয়োজন। তা আগে প্রণয়ন করুন। সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে সর্বোচ্চ সহযোগিতা থাকবে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]