7995

04/30/2025 মন খারাপ হলেই উল্টাপাল্টা খাই: মিমি

মন খারাপ হলেই উল্টাপাল্টা খাই: মিমি

বিনোদন ডেস্ক

২ ডিসেম্বর ২০২১ ০৩:৪৪

সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব ভারতীয় বাংলা সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনয়, রাজনীতি ও পারিবারিক নানা বিষয়-সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন তিনি।

ইনস্টাগ্রামে ৩০ লাখ অনুসারী রয়েছে তার। মাঝে মধ্যেই প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে থাকেন মিমি। এ সময় ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিয়ে থাকেন এই তারকা।

সম্প্রতি একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন মিমি। এ সময় এক ভক্ত জানতে চান অভিনয় কিংবা রাজনীতি না করলে কী করতেন? জবাবে এই অভিনেত্রী বলেন, ‘পপস্টার হতাম। কারণ আমি ম্যাডোনার অনেক বড় ভক্ত। তাকে দেখেই পপস্টার হওয়ার স্বপ্ন দেখেছিলাম।’

আরেক ভক্ত প্রশ্ন করেন মন খারাপ হলে কী করেন? উত্তরে মিমি চক্রবর্তী বলেন, ‘কিছুই করি না। মনখারাপ হলে অতিরিক্ত ভাবনাচিন্তা করি আর উল্টাপাল্টা খাই। বিশেষ করে মিষ্টি। আর অনেক ঘুমাই।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]