799

05/18/2024 আজ রাত থেকে লকডাউন হচ্ছে না বসুন্ধরা আবাসিক এলাকা

আজ রাত থেকে লকডাউন হচ্ছে না বসুন্ধরা আবাসিক এলাকা

নিজস্ব প্রতিবেদক

১৮ জুন ২০২০ ১৯:৩০

'আজ রাত ১২টার পর থেকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা লকডাউন হচ্ছে'- গণমাধ্যমকে জানানো এমন সিদ্ধান্ত থেকে সরে এসেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, নির্দেশনার ‘ভুল বোঝাবুঝির’ কারণেই এমন ঘোষণা। আজ থেকে সেখানে লকডাউন হচ্ছে না।

জানা গেছে, গতকাল ওই এলাকায় মাইকিং করে 'আজ থেকে লকডাউন করা হবে'- এমন সিদ্ধান্তে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, আজ থেকে সেখানে লকডাউন হচ্ছে না।

এদিকে, গত ১ জুন সরকারের উচ্চপর্যায়ের এক সভায় করোনার সংক্রমণ বিবেচনায় দেশের বিভিন্ন এলাকাকে লাল, হলুদ ও সবুজ এলাকায় ভাগ করে ভিন্নমাত্রায় এলাকাভিত্তিক লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় গত ৯ জুন দিবাগত রাত থেকে ঢাকার পূর্ব রাজাবাজারে লকডাউন চলছে। বর্তমানে লকডাউনের জন্য ঢাকার বিভিন্ন এলাকা চিহ্নিত করার কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে গতকাল বুধবার পর্যন্ত তা সুর্নিদিষ্ট হয়নি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]