7953

05/16/2024 বিদেশিদের জন্য এবার ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছে জাপান

বিদেশিদের জন্য এবার ভ্রমণ নিষেধাজ্ঞা দিচ্ছে জাপান

আন্তর্জাতিক ডেস্ক

৩০ নভেম্বর ২০২১ ০২:৩৪

মহামারী করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন আতঙ্কে ইসরায়েলের পর এবার জাপানও বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা আনতে যাচ্ছে। মঙ্গলবার থেকে কার্যকর হবে এ সিদ্ধান্ত। সূত্র: রয়টার্স।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা স্থানীয় সময় সোমবার (২৯ নভেম্বর) এক ঘোষণায় এ বিষয়টির কথা জানান।

দেশটির প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমরা সব বিদেশি নাগরিকের জন্য ৩০ নভেম্বর থেকে প্রবেশে নিষেধাজ্ঞা আনতে যাচ্ছি। দেশটির সরকারের বিভিন্ন সূত্রে জানা গেছে, ব্যবসায়ী, বিদেশি শিক্ষার্থীরাও থাকছেন এর আওতায়।

গত ৮ নভেম্বর জাপান বিদেশি শিক্ষার্থী ও টেকনিক্যাল ইন্টার্নদের প্রবেশের অনুমতি দিয়েছিল। তাদের ১৪ দিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলক ছিল, তবে টিকা নেওয়াদের ক্ষেত্রে তা ছিল ১০ দিন। কিন্তু ওমিক্রন ছড়ানোর আতঙ্ক যখন বিশ্বজুড়ে তখন দেশটির সীমান্ত বন্ধ করার এ সিদ্ধান্ত এলো।

প্রসঙ্গত, এর আগে করোনার নতুন ধরন ওমিক্রন আতঙ্কে বিদেশি নাগরিকদের জন্য সীমান্ত নিষেধাজ্ঞা জারি করার কথা জানায় ইসরায়েল কর্তৃপক্ষ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]