7933

05/01/2025 ব্রাহ্মণবাড়িয়ায় জাল ভোটারকে ৬ মাসের সাজা

ব্রাহ্মণবাড়িয়ায় জাল ভোটারকে ৬ মাসের সাজা

ব্রাহ্মণবাড়িয়া থেকে

২৯ নভেম্বর ২০২১ ০২:২৪

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাল ভোট দেওয়ার সময় আলাউদ্দিন নামের এক জনকে ৬ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৮ নভেম্বর) সকালে পানিশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী লায়েছ মিয়ার তালা প্রতীকে জাল ভোট দিতে এসে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন তিনি।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদ জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পরেন আলাউদ্দিন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭০(১)(গ) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭০(২) ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। এছাড়া ৬ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]