792

05/16/2024 করোনায় আক্রান্ত বাণিজ্যমন্ত্রী

করোনায় আক্রান্ত বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

১৮ জুন ২০২০ ০০:২৪

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা লতিফ বকশী গণমাধ্যমে বাণিজ্যমন্ত্রীর করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, তার নমুনা পরীক্ষায় করোনার রেজাল্ট পজিটিভ এসেছে কিন্তু তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আজ রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হবেন বলেও জানান মন্ত্রী।

এদিকে গতকাল মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়েছেন দুই সংসদ সদস্য। তারা হলেন, সাবেক প্রধান হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ এবং গণফোরামের নেতা মোকাব্বির খান। এর আগে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক করোনায় আক্রান্ত হন। ১৪ জুন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বাণিজ্যমন্ত্রীকে নিয়ে মোট ১২ সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৯৮ হাজার ৪৮৯ জন। আর এখন পর্যন্ত এ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩০৫ জন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]