7911

04/30/2024 দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ স্থগিত করা হচ্ছে: স্বাস্থ‌্যমন্ত্রী

দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ স্থগিত করা হচ্ছে: স্বাস্থ‌্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর ২০২১ ০০:১৬

দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হওয়ার কারণে দেশটির সঙ্গে যোগাযোগ স্থগিত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (২৭ নভেম্বর) স্বাস্থ্যমন্ত্রী এসব তথ‌্য জানান।

স্বাস্থ‌্যমন্ত্রী বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরন নিয়ে আমরা অবহিত হয়েছি। এই ভেরিয়েন্টটি অতি এগ্রেসিভ। এ কারণে দেশটির সঙ্গে যোগাযোগ স্থগিত করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সকল এয়ারপোর্ট, ল্যান্ড পোর্ট স্কিনিং প্রক্রিয়া আরও জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। সারাদেশে স্বাস্থ্যবিধি এবং মাস্ক পরার বিষয়ে জোর তাগিদ দেওয়া হচ্ছে। এ বিষয়ে জেলা পর্যায়েও নির্দেশনা দেওয়া হচ্ছে। অন্যান্য জায়গা থেকেও যারা আসবে সেই বিষয়েও যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হবে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]