7910

05/15/2024 করোনার নতুন ভ্যারিয়েন্ট 'ওমিক্রন' ঢুকে পড়েছে ভারতে!

করোনার নতুন ভ্যারিয়েন্ট 'ওমিক্রন' ঢুকে পড়েছে ভারতে!

আন্তর্জাতিক ডেস্ক

২৭ নভেম্বর ২০২১ ২৩:২৬

সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় ধরা পড়া করোনাভাইরাসের নতুন ধরণের নাম ওমিক্রন। এরইমধ্যে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। এমনকি বিশেষজ্ঞদের অনুমান এই ওমিক্রন ভারতেও ঢুকে পড়েছে।

ইতিমধ্যেই ইউরোপের ১০টি দেশ এবং আমেরিকা দক্ষিণ আফ্রিকার সঙ্গে ট্রাভেল ব্যান জারি করেছে। অর্থাৎ সে দেশে কোনও যাত্রী যেতে পারবেনা, দক্ষিণ আফ্রিকা থেকে কোনও যাত্রী আসতে পারবে না।

এর আগে এই জাতীয় ট্রাভেল ব্যান জারি করতে দেশগুলি এক-দুমাস সময় নিয়েছিল। এবার তড়িঘড়ি ট্রাভেল ব্যান এর সিদ্ধান্ত নেয়া হয়। এরই মধ্যে ভারতে সবরকমের আন্তর্জাতিক উড়ান শুরু হওয়ার কথা ১৫ ডিসেম্বর। তা নিয়েও সংশয় শুরু হয়েছে।

দক্ষিণ আফ্রিকার নতুন এই ভ্যারিয়েন্ট দ্রুত কোষ বিভাজনের মাধ্যমে শরীরে ছড়িয়ে পড়তে পারে বলে ওমিক্রনকে 'ডেডলি' বলেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]