7904

05/19/2024 বেলজিয়ামে করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত

বেলজিয়ামে করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

২৭ নভেম্বর ২০২১ ১৪:৪১

ইউরোপের প্রথম দেশ হিসেবে বেলজিয়ামে শনাক্ত হয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট B.1.1.529 । শুক্রবার বেলজিয়ামের স্বাস্থ্যমন্ত্রী ফ্রাঙ্ক ভ্যানডেনব্রোকি।

তিনি জানিয়েছেন, বিদেশ থেকে ফেরার পর এক ব্যক্তির করোনা শনাক্ত পরীক্ষা হয়। এতে তার দেহে নতুন ভ্যারিয়েন্ট B.1.1.529 এর উপস্থিতি পাওয়া গেছে। ওই ব্যক্তি করোনার টিকা নেয়নি। গত ২২ নভেম্বর তার করোনা পজিটিভ আসে এবং আর আগে তিনি সংক্রমিত হননি।

বেলজিয়ামের শীর্ষ ভাইরাসবিদ মার্ক ভ্যান র‌্যান্সট এক টুইটে জানিয়েছেন, গত ১১ নভেম্বর ওই ব্যক্তি মিশর থেকে ফিরেছিলেন।

গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয় B.1.1.529 নামে করোনার নতুন ভ্যারিয়েন্ট। দেশটিতে সংক্রমণ দ্রুত বাড়ার পেছনে দায়ী এই ভ্যারিয়েন্টটি। এটি বহুবার নিজের মধ্যে রূপান্তর ঘটাতে পারে। সংক্রমণ ঠেকাতে পূর্ব সতর্কতা হিসেবে এশিয়া ও ইউরোপের কয়েকটি দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]