7901

08/02/2025 ব্যাট হাতে ক্রিকেট মাঠে জাহ্নবী!

ব্যাট হাতে ক্রিকেট মাঠে জাহ্নবী!

বিনোদন ডেস্ক

২৭ নভেম্বর ২০২১ ১৩:২১

এবার ব্যাট হাতে ক্রিকেট মাঠে দেখা যাবে বলিউড তারকা জাহ্নবী কাপুরকে। কি শুনে অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই, কোনো দলের খেলোয়াড় হিসেবে নন, নতুন ছবির জন্য ক্রিকেটের প্রস্তুতি নিচ্ছেন এই নায়িকা।

এই প্রথম কোনো খেলোয়াড়ের ভূমিকায় তাকে দেখা যাবে। সঙ্গে থাকছেন আলোচিত অভিনেতা রাজকুমার রাও। ছবির নাম ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’।

সম্প্রতি, এ ছবির ঘোষণার আভাস পাওয়া গিয়েছিল করণ জোহরের ধর্মা প্রোডাকশন থেকে। এবার বিষয়টি গণমাধ্যমেও জানিয়ে দেয়া হলো। ছবিটি পরিচালনা করছেন শরণ শর্মা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]