7884

05/08/2024 ডিজে পার্টির শব্দে ৬৩ মুরগির মৃত্যু

ডিজে পার্টির শব্দে ৬৩ মুরগির মৃত্যু

রকমারি ডেস্ক

২৭ নভেম্বর ২০২১ ০০:০৪

সম্প্রতি প্রতিবেশীর বিয়ে বাড়ির ডিজে পার্টির গানের আওয়াজে তার ৬৩টি মুরগীর মৃত্যু হয়েছে বলে দাবি করছেন ভারতে ওড়িশার কান্দাগিরি গ্রামের এক পোল্ট্রি ফার্মের মালিক রঞ্জিত পরিদা।

রঞ্জিত পরিদা হঠাৎ খেয়াল করেন, তার খামারের বেশ কিছু মুরগী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এরপর দ্রুত সেগুলো নিয়ে পশু চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। পরে চিকিৎসক পরীক্ষা করে জানানা, উচ্চ মাত্রার শব্দে মুরগীগুলোর হার্ট অ্যাটাক হয়েছে।

রঞ্জিতের দাবি, ইচ্ছা করেই বিয়ে বাড়িতে ডিজে তাণ্ডব চালিয়েছে তার প্রতিবেশী রামচন্দ্র পরিদা। আর তাতেই হার্ট অ্যাটাকে তার মুরগীগুলো মারা গেছে। এ বিষয়ে থানায় মামলাও দায়ের করেছেন তিনি।

এ বিষয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথাও বলেছে তারা। বিশেষজ্ঞদের মতে, ডিজে, বাজি ইত্যাদির উচ্চ শব্দ পশু-পাখিরা সহ্য করতে পারে না। এতে তাদের মৃত্যু অস্বাভাবিক কিছু নয়। কিছুক্ষণ ধরে তাদের আশেপাশে উচ্চ শব্দের তাদের মৃত্যু হতেই পারে।

যদিও রঞ্জিতের দাবি হাস্যকর বলে মনে করছেন রামচন্দ্র। তার প্রশ্ন, মুরগীগুলো যখন রাস্তা দিয়ে আনা হয়, তখন রাস্তায় গাড়ির শব্দের কেন হার্ট অ্যাটাক হয় না!

 

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]