7882

05/21/2024 ফেসবুকে স্ট্যাটাসের জেরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০

ফেসবুকে স্ট্যাটাসের জেরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০

গোপালগঞ্জ থেকে

২৬ নভেম্বর ২০২১ ২১:৪৮

ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস দেয়াকে কেন্দ্র করে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কলসি ফুকরা গ্রামে বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত প্রায় ৪ ঘণ্টা দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৩০ জন আহত হয়েছেন। এ সময় ৩৫টি ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নিহাদ আদনান তাইয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংঘর্ষ থামাতে বেশ কয়েক টিয়ার সেল ও শট গানের গুলিবর্ষণ করে পুলিশ। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার ফেসবুকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক স্ট্যাটাস দিলে দুইজনের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এর জের ধরে বিকাল থেকে দু’পক্ষের লোকজন লাঠিসোঁটা, ঢাল-সড়কি, রামদাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। বিকাল থেকে রাত পর্যন্ত প্রায় চার ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ অন্তত ৩০ জন আহত হন। এ সময় উভয়পক্ষের প্রায় ৩৫টি ঘরবাড়ি ভাঙচুর করা হয়।

খবর পেয়ে ইউএনও রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিনুর চৌধুরী, ওসি মোহাম্মাদ মাসুদ রায়হান ও ওসি (তদন্ত) মুহাম্মদ ফিরোজ আলমসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে ছুটে যান। এসময় পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন পক্ষই থানায় মামলা দায়ের করেনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]