7835

01/31/2026 কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ আটক ১

টেকনাফ (কক্সবাজার) থেকে

২৪ নভেম্বর ২০২১ ০৯:১০

কক্সবাজারের টেকনাফ উপজেলার মিঠাপানির ছড়া মৎস্য ঘাট সংলগ্ন এলাকা থেকে মঙ্গলবার ভোরে ৪২ হাজার ইয়াবাসহ মো. আব্দুল্লাহ নামের এক যুবককে আটক করেছে কোস্ট গার্ড।

কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার এম নাঈম উল হক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় এক যুবকের গতিবিধি সন্দেহ হলে তাকে সংকেত দিলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্টগার্ড সদস্যরা তাকে ধাওয়া দিয়ে আটক করে। পরে তার কাছ থেকে ৪২ হাজার ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা ও আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]