মালয়েশিয়ায় বালাকংয়ে মেশিনের যন্ত্রাংশ তৈরির একটি কারখানা থেকে সোমবার রাতে বাংলাদেশিসহ ১২৯ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
ইমিগ্রেশনের পরিচালক দাতুক খায়রুল দাজাইমি দাউদ বলেন, রাত ৮টার দিকে শুরু হওয়া অভিযানে ১৩৪ অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করার পর কারখানায় কর্মরত ২০-৪৯ বছর বয়সি ১১০ পুরুষ ও ১৯ নারীকে আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ইন্দোনেশিয়ান, বাংলাদেশ, ভারত, মিয়ানমার এবং নেপালের শ্রমিক রয়েছেন।
খায়রুল দাজাইমি বলেন, ধারা ৬(১)(সি) অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর অধীনে অবৈধ শ্রমিক রাখার দায়ে নিয়োগকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ৫ হাজার রিঙ্গিত করে জরিমানা করা হবে।
 
        
      