774

05/16/2024 শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৬ আগস্ট পর্যন্ত

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ৬ আগস্ট পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক

১৬ জুন ২০২০ ০০:০৫

করোনাভাইরাসের মহামারির কারণে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মহামারি করোনাভাইরাসের কারণে লকডাউনের বিধিনিষেধ অনেক ক্ষেত্রে শিথিল করা হলেও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। গত ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস খুলে যানবাহন চলাচলও শুরু হয়।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের প্রকোপের কারণে গত মার্চের মাঝামাঝি সময় থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। পরবর্তীতে তা কয়েক দফায় বাড়িয়ে ১৫ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। এখন আবার তা ৬ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এদিকে ২৬ মার্চ থেকে সারা দেশে সব অফিস-আদালত আর যানবাহন চলাচল বন্ধ রেখে শুরু হয় ‘লকডাউন’। ১ এপ্রিল থেকে নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত হয়ে গেছে করোনাভাইরাস মহামারির কারণে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]